কক্সবাজারের রামু উপজেলা থেকে ইয়াবাসহ নাছিমা আক্তার নামে একজন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (১৮ জুন) রাত সাড়ে নয়টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নাছিমাকে আটক করা হয়।
এসময় মহিলার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
আটক নাছিমা আক্তার(২৮) নাইক্ষ্যংছড়ি ধুছড়ি ইউনিয়নের লেমুছড়ি ৭ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী।
সোমবার বিকেলে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো শামসুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটক নাছিমা স্বীকার করে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং পাশের সীমান্ত এলাকা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছে। গ্রেফতার আসামি ও উদ্ধার মাদক রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে