রামুর পূর্ব গোয়ালিয়া পালংয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। আহত বৃদ্ধা নুর জাহান (৬০) সকালে তার সন্তানকে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা করতে গিয়ে এই হামলার শিকার হন।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৭টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়- বুলবুল আক্তার, মোবারক ও দিলুআরা নামে তিন ব্যাক্তি ও আরও অজ্ঞাত ২/৩ জন মিলে নুর জাহানের উপর হামলা করে। বৃদ্ধার এক সন্তান অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। দীর্ঘদিন ধরে উক্ত আসামীরা বৃদ্ধার সন্তানের অটোরিক্সা চলাচলে বাঁধা দিয়ে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রশিদ ও আবুল কালাম জানান- উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজসে বৃদ্ধা নুর জাহানের উপর এই হামলা চালিয়েছে। তারা বৃদ্ধার ছেলেকে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে অটোরিক্সা চালাতে দিচ্ছে না। এটা নিয়ে সকালে উভয় পক্ষে কথাকাটি হয়। এক পর্যায়ে দেশিয় অস্ত্র দিয়ে সন্তানের উপর আঘাত করতে এলে নুর জাহান তার সন্তানকে রক্ষা করতে এগিয়ে যান। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে ও লাঠির আঘাতে নুর জাহান আহত হন।
এঘটনায় আদালতে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে আহতের স্বজনেরা।
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে