কক্সবাজারের রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির মরিচ্যা যৌথচেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালীন দুইজন আসামীসহ ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ত্রিশ লক্ষ টাকা মূল্যমানের ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে চালক মোঃ আলমগীর (২২), পিতা- সোনা মিয়া এবং যাত্রী শাহাদাত কবির (৩৪), পিতা- আবুল হোসেন, উভয়ের ঠিকানা গ্রাম- বাড়িয়াপাড়া, ডাকঘর- মহেশখালী, থানা- মহেশখালী,কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরে তল্লাশী তার চালকের সিটের নিচে লুকায়িত অবস্থায় ৩০,০০,০০০ টাকা মূল্যের ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য পঁয়ত্রিশ লক্ষ তিন হাজার টাকা (বার্মিজ ইয়াবা- ১০,০০০পিস X ৩০০/-=৩০,০০,০০০/- সিএনজি- ১টি- ৫,০০,০০০/- এবং মোবাইল- ২ টি- ৩,০০০, সহ পঁয়ত্রিশ লক্ষ তিন হাজার টাকা এবং ২ জন আসামী আটক করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত আসামীদের ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে