গভীর জঙ্গলে মিললো মৃত হাতি। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের একটি জলাধারে দেখা মেলে হাতির মরদেহ। রবিবার সকালে স্থানীয়রা এই মৃত হাতি দেখতে পেয়ে বনবিভাগের ধোয়া পালং বিট অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে খবর দেয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান ধোয়া পালং বিট কর্মকর্তা আব্দুল করিম ও খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক। বিট কর্মকর্তা আব্দুল করিম জানান,স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়, একইসাথে বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিম কে খবর দেয়া হয়েছে, তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে হাতির মৃত্যুর কারণ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, স্থানীয়দের মারফত জানার পর এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি এবং নিজে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, হাতিটি হয়ত দুয়েকদিন আগে মারা গেছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মৃত হাতিটির সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন আছে এবং রশি পেচানো আছে।
৩ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে