মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি জওয়ানেরা ১৮কেজি আইসসহ দুইজন আটকের রেশ কাটতে না কাটতে আরো ইয়াবাসহ চাঁদপুরের চালক-হেলপারকে আটক করেছে বিজিবি জওয়ানেরা।
সুত্র জানায়,১৭ডিসেম্বর বিকালে রামু ব্যাটালিয়নের ৩০বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হতে কক্সাবাজারগামী একটি ট্রাক (ঢাকামেট্টো-ট-১৫-২৮৩৪) চেকপোস্টে থামানো হয়। গাড়িতে থাকা চালক-হেলপারদের জিজ্ঞাসাবাদে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িতে মাদকের চালান থাকার বিষয়টি অস্বীকার করে। পরে গাড়ি তল্লাশী করে চালকের সিটের পিছনে টুল বক্সের পিছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাইসাঙ্গা গ্রামের মোঃ শফিক হোসেনের পুত্র চালক হান্নান হোসেন (৩৩) এবং হেলপার খোকন চন্দ্র দাশের পুত্র রতন চন্দ্র দাস (২০) কে গ্রেফতার করে ট্রাক ও ৩টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৬৮লাখ ৩৬হাজার ৫শ টাকা।
বিজিবি রামু ৩০ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটক আসামীদেরকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্য্যক্রম চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আসামীদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই মাদক চালানের মালিক কারা তা খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে। ###
১০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৫ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬০ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬৮ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৮ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে