রামুর উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় মোকতার আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮ টার কিছু পর কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানিয়েছেন, স্থানীয় সাবেক মেম্বার আবু তাহেরের ছেলে সোহেল ও তার সহযোগী রাসেল সহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে মোকতার আহমদের কাছে চাঁদা দাবী করে আসছিলো, চাঁদা না দেয়ায় মোকতার আহমদের উপর বুধবার রাতে সন্ত্রাসীরা হামলা চালালে একপর্যায়ে মোকতার আহমেদ জ্ঞান হারায় এসময় বাবাকে বাঁচাতে গেলে মোকতার আহমদের ছেলে মনির উদ্দিন সন্ত্রাসীদের হামলায় আহত হয়। এসময় মোকতার আহমেদ ও তার আহত সন্তান মনির উদ্দিন কে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোকতার আহমেদ কে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় আহত মোকতার আহমেদের সন্তান মনির উদ্দিন কে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে স্বজনের জানিয়েছে হামলাকারিরা একলক্ষ দুই হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে
আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বজনেরা।
১০ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৫৫ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬০ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে