আইনজীবী ছেলের দায়ের করা মামলায় বাবা কে কারাগারে প্রেরণের ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা। বুধবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদের আদালত আইনজীবী আয়াত উল্লাহ হোমেনির দায়ের করা মামলায় তার পিতা হাজি মোহাম্মদ হাছন কে কারাগারে প্রেরনের আদেশ দেয়। মূলত মোহাম্মদ হাছন ফেব্রুয়ারী মাসের ৮ তারিখ পুত্রের দায়ের করা মামলার চার্জশীটভুক্ত আসামী। এবং তিনিসহ আরো ৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এ ঘটনা চাউর হলে জেলা জুড়ে নানান আলোচনার জন্ম দেয়। এ বিষয় নিয়ে মামলার বাদী আইনজীবী আয়াত উল্লাহ হোমেনীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত আসামী তার পিতা নন। মামলার দায়েরের পর ঘটনাটি তদন্ত করে সিআইডি। ১৮ ডিসেম্বর তদন্তকারি সংস্থার দেয়া চার্জশীটে তার বাবাকে আসামী করা হয় এবং এই হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত কারাগারে প্রেরণের আদেশ দেয়। তিনি বলেন,এটি আদালতের এখতিয়ার এখানে তার কোনো ভূমিকা নেই। জানা যায়, এ বছরের ৮ ফেব্রুয়ারী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার লামার পাড়া এলাকায় সৎ ভাইদের সাথে সম্পত্তির বিরোধের জের ধরে সংঘর্ষ হয় আইনজীবী আয়াত উল্লাহ হোমেনির ভাইদের সাথে। এ ঘটনায় তার পিতা মোহাম্মদ হাছন বাদী হয়ে পুত্র আইনজীবী আয়াত উল্লাহ হোমেনিসহ তার তিন ভাই, ৪ বোন ও মাকে আসামী করা হয়, এ মামলা টি রামু থানায় তদন্তাধীন আছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করে আইনজীবী আয়াত উল্লাহ হোমেনি যেখানে আসামী করা হয় তার সৎ ভাই বোন, সৎ মাসহ ১০ জন কে। আইনজীবী পুত্রের করা এ মামলায় বাবা মোহাম্মদ হাছনকে আসামী করা হয়নি তবে মামলাটির তদন্তকারি সংস্থা সিআইডি চার্জশীটে তার বাবাকে আসামী করে বলে জানিয়ে তিনি বলেন, মূলত তার বাবার দুই পরিবার, সৎ মায়ের সন্তানদের বাবা তার বেশীর ভাগ সম্পত্তি দিয়ে দেয়ায় বিরোধ সৃষ্টি হয়। যাতে স্থানীয় এক জনপ্রতিনিধির ইন্ধনে এ বিষয়টি বড় আকার ধারণ করে।
১০ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৫৫ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬০ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে