বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারীরা বিএনপি নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় বলে মন্তব্য করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার ০৩ আসনের নির্বাচনে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল কে বিজয়ী করার লক্ষে কক্সবাজার পৌরসভার ০১ ও ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি ডাঃ পরিমল কান্তি দাস, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাদত হোছাইন মুন্না, সরোয়ার আলম, জাকারির অন্দকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কলিম উল্লাহ, মহিব উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল সাজু, এডভোকেট জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী অন্তিক চক্রবর্তী ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন, ৯নং ওয়ার্ড নেতা জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ড নেতা আবুল কালাম সহ আরও অনেকে।
১নং ওয়ার্ডের পথসভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোং, পরিচালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ও ২নং ওয়ার্ড পথসভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, পরিচালনা করেন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু।
উক্ত পথসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সারা পৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নেই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। বিজয় আমাদের হবেই। নৌকার বিজয় হলো শেখ হাসিনার বিজয়।
সভায় উপস্থিত সকল কে ৩০ ডিসেম্বর ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করার আহবান জানান।
১০ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৫ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬০ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬৮ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৮ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে