কক্সবাজারের রামুতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টোর আয়োজনে রামু নেতৃবৃন্দের পুর্নমিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে এসএস সম্রাট কনভেনশন হল প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বলেছেন, সাংসদের হুইপ এ অর্জন তথা কক্সবাজারবাসীর জন্য সৌভাগ্য ও প্রধানমন্ত্রীর উপহার। বিগত নির্বাচনে কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁওবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলে তা সম্ভব হয়েছে। আগামীতে রামু উপজেলা পরিষদ নির্বাচনে রামুবাসীর মনোনীত পরীক্ষিত বর্তমান ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোকে সম্ভাব্য প্রার্থী করতে সকলের মতামত প্রত্যাশা করেন।
এ লক্ষ্যে আগামী ২০ এপ্রিল শনিবার রামু খিজারী সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রস্তুতি সভা হবে। এ সভায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণ কামনা করেন হুইপ সাইমুম সরওয়ার কমল। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল আলম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, রামু সরকারী কলেজ এর সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হক, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী , খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গনি, আবদুল মাবুদ, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নী, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, আলেম ওলামাবৃন্দ এবং সাংবাদিকসহ উপজেলার ১১টি ইউনিয়নের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন আনসারী এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক বক্তা মাওলানা আবুল ফয়েজ।
৩ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে