কক্সবাজারের মরিচা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক জনকে আটক করেছে বিজিবির সদস্যরা।
কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানায়, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান ক্রিস্টাল মেথ আইসসহ অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে।
বুধবার (১৭ এপ্রিল) রাতে একটি সিএনজি যোগে উক্ত ব্যক্তি মাদকসহ মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করতে পারে। এ সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। আনুমানিক রাত ৯টার দিকে উখিয়া হতে কক্সবাজারগামী একটি সিএনজি মরিচ্যা চেকপোস্ট অতিক্রমকালে ছাইন মং থোয়াই মার্মা (১৮) নামক একজন সিএনজি যাত্রীকে সন্দেহজনকভাবে থামানো হয়। পরবর্তীতে তাকে তল্লাশি তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২.০০৯ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
কক্সবাজার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, অবৈধভাবে মাদক পরিবহন ও পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বৈদ্যপাড়া গ্রামের মংছাইন মার্মার ছেলে বলে জানা যায়। ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪৪ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
১৬০ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৬১ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬১ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে