কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতারকৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ঝুমকাটা গ্রামের মোহাম্মদ মকসুদের পুত্র মোঃ আবু নাছের (৩২)। মঙ্গলবার রাতে রামু থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান চালানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, উখিয়ার মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানো হয়। পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হবে।
১ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৪৬ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫১ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫৮ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫৯ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫৯ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে