কক্সবাজারের রামুতে দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মারাত্মক আকারে ধারণ করেছে ডেঙ্গুর প্রকোপ। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আক্রান্ত হয়ে অনেকে ভর্তি রয়েছে। কেউবা বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। ডেঙ্গু ভয়াবহতা কমাতে প্রতিরোধক স্প্রে প্রয়োগ করার দাবি করছেন সচেতন মহল।
প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জ্বর, মাথা ব্যাথা, বমি, পেট ব্যাথা ও শরীর ব্যাথা সহ এসব উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি পাহাড়িয়া পাড়া এলাকার ইমরান মো. ইমন (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে যুবকটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রামু হাসপাতাল সূত্র জানায়, আগস্ট মাসে মোট ডেঙ্গু টেস্ট করা হয়েছে ১৩৪ জনের। তার মধ্যে ডেঙ্গু পজিটিভ পাওয়া যায় ১৯জন। সেপ্টেম্বর মাসে মোট ডেঙ্গু টেস্ট হয়েছে ২৫৬ জনের। তার মধ্যে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে ৫৩ জন। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। বর্তমানে রামু হাসপাতালে ১০জন রোগী ভর্তি রয়েছে।
জানা যায়, পজিটিভ রোগীরা বেশীরভাগ ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল, মন্ডল পাড়া, মেরংলোয়া ও জোয়ারিয়ানালা ইউনিয়নের।
হাজারীকুল এলাকার রিজন বড়ুয়া বলেন, হাজারীকুল গ্রামে ডেঙ্গুর অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। আমার পরিবারে আমি সহ ২ জনের ডেঙ্গু পজিটিভ। তাছাড়া পুরো গ্রামে ইতিমধ্যে প্রায় ২০ জন আক্রান্ত হয়েছে। রামু হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা পেলেও উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের ডেঙ্গু প্রতিরোধক স্প্রে প্রয়োগ করতে দেখিনি।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর উৎপত্তিস্থল যদি ধ্বংস করা যায় এবং সচেতনতা অবলম্বন করা যায় তাহলে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের হার। বাড়ির আশেপাশে ও অফিসসহ সকল স্থাপনার আশেপাশে যেন জলাবদ্ধতা না থাকে। পানি জমে না থাকতে পারে। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
মশাবাহিত এ রোগের লক্ষণ দেখা দিলে আতংকিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে পরামর্শ চিকিৎসকদের।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমান ডেঙ্গু টেস্ট কীট আছে। প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে ডেঙ্গু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। জ্বর হলেই হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবেনা। পাশাপাশি সকলকে সচেতন হতে হবে।
১ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৪৬ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫১ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫৮ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫৯ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে