"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা তুস যোহরা সহ বিভিন দপ্তরর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবা সহজ, সুলভ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে মর্মে আলোচনা করা হয়। উপজেলার প্রত্যেক দপ্তর সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে এমন ঘোষণাও দেওয়া হয়।
২ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৪১ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে