দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী (৫০), ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)।
কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে যাত্রী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
এ সময় বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর এক শিশু ও একজন পুরুষকে আহতবস্থায় শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।
২ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৮ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪০ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৪১ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে