বগুড়ার সারিয়াকান্দিকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান শিল্পী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানার (ওসি) তদন্ত আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খাঁন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন।
এসময় মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক উল হায়দার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শিপন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।