বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক সবুজ (৩২) সহ প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬টি মহিষের মৃত্যু হয়েছে। নিহত সবুজ সারিয়াকান্দি পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত ইফাজ উদ্দিন প্রাং এর ছেলে।
১৪ জুলাই (শুক্রবার) দুপুর ২টায় ফুলবাড়ী ইউনিয়নের গরুমারা ব্রীজের উত্তর পার্শে রামনগর পশ্চিম পাড়া কোলা পাথারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সবুজ ও তার দুই ভাই লুৎফর ও সুরুজের সাথে যৌথভাবে মহিষ লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। তিন ভাইয়ের ছোট বড় ৬৫ টি মহিষ রয়েছে। তিন ভাই ও তাদের সন্তানেরা মহিষের খাবারের জন্য বিভিন্ন খোলা মাঠে নিয়ে যায়।
শুক্রবার সকালে রামনগর এলাকায় নিয়ে আসলে দুপুর ২ টায় রামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সাজুর সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ তারের সাথে জড়িয়ে ৬টি মহিষ বিদ্যুৎপৃষ্ট হয়। মহিষ বাঁচাতে এগিয়ে গেলে মহিষের মালিক সবুজ ঘটনার স্থলেই মারা যায়।
উল্লেখ্য, সরজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় সেচ পাম্পের সংযোগ নেয়া হয়েছে দূর্বল একটি বাঁশের খুঁটি দিয়ে। সচেতন মহল জানান, শক্তিশালী খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়া হলে এমন দূর্ঘটনা ঘটতো না।