বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (রোববার) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
১৬ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৬ দিন ৪৮ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৫ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৫২ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে