বগুড়ার সারিয়াকান্দিতে এক হিন্দু যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ০৪.১৫ ঘটিকায় সারিয়াকান্দি থানাধীন কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া গ্রাম থেকে অনুমান ৮ কিলোমিটার পূর্বে নির্জন মানব বসতিহীন মথুরাপাড়া চরে যমুনা নদীর কিনারায় স্থানীয় লোকজন একটি মৃতদেহ দেখিতে পায়। মৃতদেহের মাথা কপাল মুখমন্ডল ঠোঁট অর্ধ গলিত পচনশীল। হাত সহ হাতের আঙ্গুল পচনশীল লম্বালম্বি। মৃতদেহের পেট হতে ভুরি বের হওয়া, দুই পা লম্বালম্বি পচনশীল। যৌনাঙ্গ পচনশীল। মৃতদেহের সমস্ত শরীর পচনশীল ও দুর্গন্ধযুক্ত। মৃতদেহের পরনে সুতির ফুলহাতা শার্ট যা লাল চেক সাদা, সেন্ডো গেঞ্জি সাদা রঙের, ফুল প্যান্ট কালচে রঙের, ফুল প্যান্টের নিচে কালো রঙের জাঙ্গিয়ায় রাবারের গায়ে SONY লিখা আছে। মৃতদেহের ডান হাতের অনামিকা আঙুলে একটি তামার আংটি ও প্যান্টের ডান পকেটে একটি ছোট কালো রংয়ের টর্চ লাইট পাওয়া গেছে। প্যান্টের পিছনের পকেটে একটি নীল রঙের রুমাল পাওয়া গেছে। মৃতদেহের কোমড়ো কালো রঙের ডোর/ কোর (কালো সুতা) বাধা অবস্থায় পাওয়া গেছে।
মৃত দেহ বর্তমানে সারিয়াকান্দি থানায় আছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।