বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন কাজলা ইউনিয়নের জামথল এলাকায় গুচ্ছগ্রাম এর পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর(সোমবার) সন্ধ্যার আগ মুহূর্তে বেলা ৫.৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক জানে আলম এর নেতৃত্বাধীন চৌকশ পুলিশ টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেছন।
আদালত সূত্র জানায়, মোবাইলকোর্ট পরিচালনাকালে জামথল এলাকায় গুচ্ছগ্রামের পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে জামথল এলাকার মৃত আব্দুল কুদ্দুস প্রাং এর ছেলে দিলদার প্রাং (৪৮), টেংরাকুড়া এলাকার নিশান এর ছেলে আজম (২৫), জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বালুজুড়ী এলাকার আবুল কালাম এর ছেলে রবিউল (৪০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সাজা দেওয়া হয়েছে।
আসামীদের মধ্যে দিলদার প্রাং কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ০২ জনের প্রত্যেককে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস কে বসাক।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ভ্রাম্যমান আদালতের মামলা নং- ২১ এর ০৩ জনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পরিশেষে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক বার্তা প্রদান করেন তিনি।
১৬ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৩ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৬ দিন ৪২ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৫২ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে