বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১অক্টোবর) সকাল ১১ টায় সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে গাবতলী সার্কেল বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী এর সভাপতিত্বে এই সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক আওয়াল কাফি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সমন্বয়ক এনামুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র সাহা প্রমুখ।
এই সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সারিয়াকান্দি থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক সহ গুণীজন।
১৬ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৩ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৬ দিন ৪২ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪২ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪৫ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৫২ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৯ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে