শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রাজ্জাক আকন্দ, বিংস প্রজেক্ট অফিসার সুব্রত চাকমাসহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ। সভায় বিংস প্রকল্প ওয়ার্ল্ড ভিশন কর্তৃক উপজেলা পর্যায়ে পরিচালিত পুষ্টি বিষয়ে প্রকল্পের বিভিন্ন বাস্তবায়নকৃত কার্যক্রম তুলে ধরা হয় এবং পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় পুষ্টি কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে