শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর সমাজসেবা সংগঠনের আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে গৌরীপুর ইউনিয়নের অসহায় ২ শত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে হলদীবাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন, বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক ও বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস এসোসিয়েশন সেন্টাল কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকাশ। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, নুডলস, মুড়ি, তৈল, সাবানসহ সাত প্রকারের জিনিসপত্র। অনুষ্ঠানে গৌরীপুর সমাজসেবা সংগঠনের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ। পরিচালনায় ছিলেন, গৌরীপুর সমাজসেবা সংগঠনের সভাপতি মোঃ আরিফ মোশারফ। উল্লেখ্য, দীর্ঘ ২ বছর যাবত উপজেলার গৌরীপুর ইউনিয়নে সমাজসেবা নামে এ সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে