শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বিরোধপূর্ণ জমি থেকে সন্ত্রাসী কায়দায় আধাপাকা ধান চুরি করে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, দিঘীরপাড় গ্রামের নাজমা ও মাজেদা বেগম, আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে সাব কওলা দলিল মূলে প্রায় ২০ বছর যাবত বাদে চল্লিশ কাহনিয়া মৌজার বিআরএস ২৩৫ খতিয়ানের ৫১২৬, ৫১৩৪, ৫১৩৫ নং দাগের ৪০ শতাংশ জমি ভোগদখল করিয়া আসিতেছে। চলতি বছর বোরো মৌসুমে নাজমা ও মাজেদা ওই জমিতে বোরো ধান রোপন করে। রোপিত ওই বোরো ধান আধাপাকা অবস্থায় রাতের আধারে একই এলাকার মৃত ফুল মামুদের পুত্র আঃ মতিন গংরা ভূয়া দাবিদার সেজে কেটে নিয়ে যায়। মাজেদা বেগম জানান, চুরি করে নেওয়া ধানের বর্তমান বাজারমূল্য ৩২ হাজার টাকা। নাজমা ও মাজেদা বেগম ধার দেনা করিয়া ওই বোরো আবাদ করেছে। এখন তাদের পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে নাজমা বেগম জানান, থানা পুলিশের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। নাজমা ও মাজেদা বেগমসহ এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবী করেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, উক্ত জমি ইতিপূর্বে গ্রাম্য আদালতের বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিক নাজমা ও মাজেদা বেগম এর বরাবর একটি রায় দেওয়া হয়েছে।
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে