‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার বেলা সাড়ে ১২ টায় জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহজাহান বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুগ্ম আহ্বায়ক মিস্টার আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসেন আলী বড়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, পুলিশের অন্যান্য সদস্যসহ জাতীয় শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে