শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র বটতলা সুপার মার্কেটে ৮ মে সোমবার বিকেল ৪টায় অতিদরিদ্র ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে সাবেক সংরক্ষিত এমপি ও শেরপুর সদর-১ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।
বিকেল ৪টায় সাবেক এমপি শ্যামলী ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরে তাকে শেরপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
উদ্বোধনকালে মহিলা সাবেক এমপি বলেন, শেরপুরের অতিদরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। এখানে অসহায় পরিবারের সদস্যরা প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার বন্যা, জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, পূজা পাল, রিক্তা খাতুনসহ জেলা, উপজেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে