শেরপুর জেলার ঝিনাইগাতীতে আজ আবারো প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর।
ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জনৈক জাহাঙ্গীর গংরা ঝিনাইগাতী মৌজাস্থ থানা রোডের ১ নং খাস খতিয়ানের ২৩১ নং দাগের ০.৫০ একর ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদার হিসেবে ভোগ দখল করে আসছিল। ১৭ মে ২০২৩ বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল সরকারের অনুকূলে জায়গাটি দখল গ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। উল্লেখ্য, গত ৭ মাসে এ নিয়ে ঝিনাইগাতীতে সাড়ে ছয় একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে