শেরপুরের ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি (এলএআরসি ও পিএম) বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটি সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার সকাল ৯টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, ময়মনসিংহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল আউয়াল। কর্মশালায় বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রায়হানুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (সিসিএসডিপি) মোঃ রফিকুল ইসলাম তালুকদার, শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তামজিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতিমা, শেরপুর মাই সাহেবা জামে মসজিদের খতিব মোঃ মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, নলকুড়া ও গৌরীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী সেলিম রেজা। কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার মোহতামিম, ইমাম ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে