শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের নবগঠিত জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা ও সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা ও জনসংযোগের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব শাহজাহান বাবলুর সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিখা রাণী অধিকারী, সাধারণ সম্পাদক আঞ্জুমানারা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক হাসেন আলী বড় ও মিষ্টার আহম্মেদ। পরিচিতি ও জনসংযোগ সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং শেরপুর-৩ আসনে বারবার নির্বাচিত আওয়ামীলীগের এমপি ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবারো বিজয়ী করতে ঝিনাইগাতীবাসী ঐক্যবদ্ধ বলে সভায় জানান।
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে