শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। “সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠানে গর্ভবতী মহিলাদের এবং প্রসূতি মায়েদের পরবর্তী সুস্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা কানিজ ফাতেমা ও সঞ্চালনায় ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম রেজা। এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ। এ প্রচার সপ্তাহ আগামী ১৭-২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। উল্লেখ্য, এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যথাক্রমে, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। সরকারী কাজে ব্যস্ত থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে।
২ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে