সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে মাদারীপুর শিবচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার পুরাতন কাওরাকান্দি ৩নং ফেরিঘাটে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ, আলেম ওলামাসহসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং আল্লাহ রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মিজানুর রহমান, হাজী শাহিন সরদার, মাদবরের চর ইউপি সদস্য সালাউদ্দিন শরীফ প্রমুখ।
৫৯ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৭৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৯৪ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
১০৭ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১১০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১১ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে