মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাবেক পুলিশ সদস্য নজরুল ইসলাম বাবলু কাজী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচরে ৯ই ডিসেম্বর এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উক্ত গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর সূত্রে জানা যায় বাবলু কাজী গত দুই বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর নিয়ে নিজ গ্রামেই বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরেই পূর্ব মির্জারচরের বাসিন্দা শাহাবুদ্দীন মোল্লার সাথে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ চলে আসছিলো। সেই ধারাবাহিকতায় আজ সকালে ৭:৩০ এ বাবলু কাজী স্থানীয় বাজার হতে ফেরার সময় শাহাবুদ্দীন মোল্লার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহাবুদ্দীন মোল্লা আস্ত ইট দিয়ে বাবলু কাজীর মাথায় আঘাত করে। উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার মাথায় সাতটি সেলাই সহ আরও আঘাতের চিহ্ন রয়েছে।
বর্তমানে বাবলু কাজী হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন। এ বিষয়ে স্থানীয় শিবচর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এস আই রবিউল বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানা গিয়েছে।
৫৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৭৩ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১০৫ দিন ৩১ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে