মাদারীপুর জেলার, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুন:একত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ এর সচিব জনাব দুলাল চন্দ্র মৃধা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আসাদুজ্জামান খোকন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, সুশিল সমাজের প্রতিনিধি এবং ব্র্যাক কর্মীবৃন্দ।
কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন হাসান আল মামুন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, শিবচর উপজেলা।
উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুন:একত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক, এমআরএসসি মাদারীপুর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
উক্ত কর্মশালায় একজন বিদেশ ফেরত নারী অভিবাসী তার প্রতারিত হওয়ার গল্প উপস্থিত সবার মাঝে তুলে ধরেন।
প্রধান অতিথি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে তুলে ধরেন, ব্র্যাক বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সংস্থা এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য মহৎ। প্রকৃত ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসী যেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহায়তা পায়। উক্ত কর্মশালায় সবাইকে অনুরোধ করেন কর্মশালায় আলোচনা হওয়া বিষয়গুলো সবাইকে জানানোর জন্য এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে এর যে কোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উক্ত কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ সচিব জনাব দুলাল চন্দ্র মৃধা। তিনি তার বক্তব্যে তুলে ধরেন, বাঁশকান্দি ইউনিয়নে অনেক বিদেশ ফেরত অভিবাসী আছে তাদের পাশে যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থাকে তাহলে এই সকল বিদেশ ফেরত অভিবাসীদের অনেক উপকার হবে। পাশাপাশি তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর "ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" ভূয়সী প্রশংসা করেন। উক্ত কর্মশালায় ৩২ জন পুরুষ ৮ জন নারীসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।
৫৬ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭৩ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৫ দিন ২৯ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে