তীব্র গরমের পর হঠাৎ করেই কাল বৈশাখী ঝড় বয়ে গেছে মাদারীপুর জেলার উপর দিয়ে। শিবচর উপজেলায় বিকাল ৫ টার দিকে পর পর দুই দফা বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। নিহতদের নাম মো: রাশেদ মুন্সী এবং মোসাম্মাত শারমিন আক্তার বলে জানা গেছে।
এলাকা বাসীর মাধ্যমে জানা গেছে আজ মোঙ্গলবার বিকালে (১৬ এপ্রিল) কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েন শারমিন। বাইরে কাজ করা অবস্থায় তার উপর বজ্রপাত পড়ে। এতে বিকট শব্দে উক্ত স্থানেই মারা যান শারমিন (৩০)। তার স্বামীর নাম আকমান। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি বহেরাতলা উত্তর ইউনিয়নের সুতারপাড় এলাকার ৯ নং ওয়ার্ডে। এছাড়াও একই সময়ে বাশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন রাশেদ মুন্সী (২৫)। উভয় পরিবারেই চলছে শোকের মাতম। এলাকাবাসী এই ঘটনায় বিহ্বল।
৫৬ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭৩ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৫ দিন ২৯ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে