মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাস টার্মিনালে গতকাল শুক্রবার ( ৩০ আগস্ট ) বিকেলে শিবচর উপজেলা বিএনপির এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এবং শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত জনাব ইয়াজ্জেম হোসেন রোমান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহব্বায়ক মাদারীপুর জেলা বিএন পি, অ্যাডভোকেট গুলজার আহমেদ চিস্তি, সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা, জহের গোমস্তা, সাধারণ সম্পাদক শিবচর উপজেলা বিএনপি, শহিদুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক শিবচর উপজেলা বিএনপি, শাহাদাত হোসেন শফিক, সভাপতি শিবচর পৌর বিএনপি, ইমতিয়াজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শিবচর পৌরসভা বিএনপি, মোঃ মহিউদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল শিবচর উপজেলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
৫৬ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৭৩ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮৮ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৫ দিন ২৭ মিনিট আগে
১০৭ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০৯ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে