শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলায় নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে বাদাবন সংঘের সহায়তায় ভূমিতে নারীর অধিকার নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়।
দিবসটি উপলে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত গ্রামীণ নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক শাহানা আক্তার প্রমুখ।
সভায় নারীরা ভুমির কাজে ও ভূমি রায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, নারীদের কৃষি কাজের নায্য মজুরী প্রদান করা, নারী কৃষকদের স্বীকৃতি প্রদান, দ নারী কৃষককে আলাদা করে প্রশিণের আয়োজন করা সহ বিভিন্ন দাবী উত্থাপন করা হয়।
আলোচনা সভা শেষে কৃষি েেত্র বিশেষ অবদান রাখার জন্যে ৩জন গ্রামীণ নারীকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কৃতরা হলেন নিরাপদ সবজি উৎপাদন ও বিক্রয়ের জন্য শংকরকাটি গ্রামের গীতা রাণী, ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন ও বিক্রয়ের জন্য সুফিয়া খাতুন এবং বীজ সংরণের জন্য খুটিকাটা গ্রামের সন্ধ্যা রাণী।
ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
১২ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে