শ্যামনগরে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আয়ুব আলীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক, কর্মচারী,অভিভাবক ও শিার্থীদের উদ্যোগে সোমবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুন্দরবন সংলগ্ন নীলডুমুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক আমানুল্লাহ বুলবুল, সহকারী শিক বসির আহমেদ, কমিটির অভিভাবক সদস্য লাভলু গাজি , ৯ম শ্রেণির শিার্থী ফারজানা সুলতানা, শিক রুহুল কুদ্দুস, নাজমুল হোছাইন ও পাভেল জোয়ারদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। কিবরিয়া আদালতের সাজাপ্রাপ্ত আসামী এবং বিদ্যালয় থেকে বহিস্কৃত কর্মচারী। বিদ্যালয়ের শিকদের উপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা এ ঘটনার সুষ্ঠ বিচার চান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক সুমিত কুমার।
উল্লেখ্য যে, প্রায় বছর তিনেক পূর্বে বিদ্যালয়ের চাকুরী থেকে বহিস্কৃত কর্মচারী কিবরিয়া গত রবিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর উপর অতর্কিত হামলা চালায় এক দল যুবক নিয়ে। পরবর্তী পুলিশ প্রশাসন ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে প্রধান শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছবি- শ্যামনগর বুড়িগোয়ালিনী হাই স্কুলের প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে