কৃষি প্রযুক্তির প্রচার, প্রসার ও জনসচেতনাসৃষ্টিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(১৬ ফেব্রুয়ারী) বেলা ১টায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করা হয়।
কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে যে টুকু প্রাকৃতিক সম্পদ আছে তার সঠিক ব্যবহার করার কথা বলেন এবং স্বল্প জায়গায় ফসলের উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষকদের আহব্বান জানান।
বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রমজাননগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা, শিক্ষক রনজিৎ কুমার, শিক্ষক আমিনুল ইসলাম বকুল প্রমুখ।
কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি.এন্ড্রিকো মন্ডল, মি.সুজন সেন প্রমুখ।
গ্রাম্য মেলায় সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ১৭টি স্টলে কৃষি প্রযুক্তি, হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রকার স্থানীয় ধানের জাত, কৃষি ফসল, আদিবাসী মুন্ডা সংস্কৃতি, নকশীকাঁথা, বিভিন্ন প্রকার আচার, দুর্যোগ প্রশমন বিষয়ক, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা করণ কর্মসূচি, জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রকার প্রকাশনা, গ্রাম বাংলার পিঠা সহ অন্যান্য গ্রামীন কৃষি পণ্য প্রদর্শন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।
২ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে