সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল।
পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করে দেখান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন, শ্যামনগর ইউআরসির ইন্সট্রাক্টর এম এম কামরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিদ্যালয় চত্তরে একটি লিচুর গাছের চারা রোপন করেন।
এছাড়া নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা আইসিটি সেন্টার পরিদর্শন করেন।