শ্যামনগরের আটুলিয়ার এফ-৯ স্লূইচ গেট সংরক্ষণ কমিটি গঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর
উপজেলার আটুলিয়ার বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ নব গঠিত কমিটি অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১,এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন স্বাক্ষরিত পত্র সুত্রে জানা যায়, পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১২ সদস্য বিশিষ্ট বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা পরিষদে
পানি উন্নয়ন বিভাগ, সাতক্ষীরা -১ এর সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, শিক্ষক ও ঘের মালিক মাওলানা মাহবুবুর রহমান, সমাজসেবক ও ঘের মালিক এম.এম আবুল কালাম। কমিটিতে রয়েছেন
সভাপতি পদে সমাজসেবক ও ঘের মালিক
বি.এম ওয়াজেদুর রহমান,সিনিঃ সহ-সভাপতি শিক্ষক ও ঘের মালিক মাওলানা হাবিবুল্যাহ বাশার, সম্পাদক সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ঘের মালিক স্বপন কুমার বৈদ্য, যুগ্ম সম্পাদক
মোঃ আল মাদানী, অর্থ সম্পাদক জি.এম বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য-ঘের মালিক জি.এম হাবিবুর রহমান,
সহ- সাংগঠনিক সম্পাদক জি.এম আঃ জলিল,দপ্তর সম্পাদক মোঃ রেজাউল ইসলাম কয়াল, প্রচার সম্পাদক এম.এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান(ক্ষেত্র সহকারী-উপজেলা মৎস্য অফিস), নির্বাহী সদস্য মোঃ শামছুর রহমান (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও নির্বাহী সদস্য কমলা কান্ত মন্ডল (গেটম্যান ও কৃষক)। নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।