সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার(২৩ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকালে নারী ও বিকালে পুরুষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার, সাতক্ষীরা জেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল, জেলা ইউনিটের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ সহ জেলা ও উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশের মাধ্যমে শ্যামনগর উপজেলার উন্নয়নের রুপরেখা সরকারকে জানানোর কথা বলেন এবং শ্যামনগরকে একটি মডেল উপজেলা রুপান্তরিত করার বিষয়ে ও জনগণের অধিকার পুনঃরুদ্ধার করার বিষয় সহ ছাত্র জনতার আন্দোলনের কথা তুলে ধরেন। প্রায় ১৭ বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।