পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক চার জেলে
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জের আওতায় অভয়ারাণ্য এলাকায় নদীতে মাছ ধরার অভিযোগে বনবিভাগ স্মাট পেট্রোল টিমের সদস্যরা চার জেলেকে সরঞ্জাম সহ আটক করেছেন।
শুক্রবার বিকালে গভীর সুন্দরবনের অভয়ারাণ্য এলাকা পুষ্প কাটির মাইটা তালতলি ভারানীর খাল হতে টহল প্রদানকালে তাদেরকে আটক করা হয়।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্মাট পেট্রোল টিমের প্রধান নির্মল মন্ডলের নেতৃত্বে বনবিভাগ পুষ্প কাটির ফরেষ্টারবৃন্দ ও স্মাট পেট্রোল টিমের সদস্যবৃন্দ সুন্দরবনে টহল প্রদানকালে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহম্মদ আলী গাজী(৫০), উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ^াসের ছেলে জাহাঙ্গীর হায়দার(৫৩), দক্ষিণ কদমতলা গ্রামের মৃত মোন্তেজ গাজীর ছেলে ওহাব আলী(৪৫) ও স্ট্রোল কালিনগর গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আঃ করিম(৩৮)কে মাছ ধরার বরশি, পানির ড্রাম, বৈঠা, ৬০ কেজি টেংরা মাছ ও নৌকা সহ আটক করেন।
এ ব্যাপারে স্মাট পেট্রোল টিমের প্রধান ফরেস্টার নির্মল মন্ডল ও বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। এবং আটক জেলেদেরকে শনিবার সকালে মাছ ধরার সরঞ্জাম ও মাছ সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি- পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার সময় বনবিভাগ কর্তৃক আটক জেলেরা।
২ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে