সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের নেতৃত্বে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক শফিউল আযম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর কবির, নিশিত রায় প্রমুখ।