পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছিলো বিএনপি। যাতে সমর্থন জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীও এবং সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দল। এই সময় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪জনকে গ্রেফতার করেছে নোয়াখালী পুলিশ। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের হরতালে সড়ক পথ অনেকটাই ফাঁকা ছিলো,গ্রেফতার-৮৪ বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাস্তা অনেকটাই ফাঁকা ছিলো। কোন পিকেটিং চোখে না পড়লেও সড়কে হরতাল পালিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তবে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।
গত রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার সোনাইমুড়ী বাস স্টেশন থেকে কোনো দূরপাল্লার বাস স্টেশন ছেড়ে যায়নি। এই ছাড়াও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করতে দেখা যায়। ব্যবসা প্রতিষ্ঠান খুলতে থাকে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর টহলে দিয়েছে। হরতালের সমর্থনে জেলার কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হরতালে বিপক্ষে মাঠে থাকলেও বিএনপি-জামায়াতের নেতা কর্মিরা মাঠে দেখা যায়নি। হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল করেন।এদিকে
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, পুলিশ মাঠে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৭ জন, হাতিয়া থেকে ১ জন কোম্পানীগঞ্জ থেকে ৬জন , বেগমগঞ্জ থেকে ১৭জন , সেনবাগ থেকে ১৪জন ,চাটখিল থেকে ৪জন ,সোনাইমুড়ী থেকে ২১ জন , সুবর্ণচর থেকে ৬ জন , ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) ৮জন সহ মোট ৮৪জনকে গ্রেফতার করে।
১৪ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৮ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৫ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭৮ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে