মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার তিনদিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাংবাদিক মামুন আহমেদ। আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অয়ন চৌধুরী, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান, বেগম রাসুলজান আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধনসহ বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষা প্রধানরা । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক পান্না লাল বর্ধন। অনুষ্ঠান আয়োজক সুত্রে জানা যায়, প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৩২টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করেছেন।
৮ ঘন্টা ৬ মিনিট আগে
২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ৩৫ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে