কক্সবাজারের টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে এক রোহিঙ্গা কিশোরের বাম হাতের কব্জি বিছিন্ন হয়ে গেছে। এ বিষয়টি জানিয়েছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম।
আহত কিশোর-টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এফ ৫ এর সাবের আহমদের ছেলে কামাল সাদেক (১৫)।
শুক্রবার(১৬ জুন) বিকেল ৪টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্প- ২৬ ব্লক এফ ৫ এলাকায় ওয়াচ-টাওয়ার পাশে পল্লী বিদ্যুৎ এর তারের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে।
টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম জানান,শুক্রবার বিকেল ৪টার দিকে ২৬ নম্বর ক্যাম্প ব্লক এফ ৫ এলাকায় একদল কিশোর-কিশোরীরা খেলা করছিল,হঠাৎ করে কামাল সাদেক(১৫) নামের এক রোহিঙ্গা কিশোর ক্যাম্পের ভেতরে থাকা একটি ওয়াচ টাওয়ারের উপরে উঠলে একপর্যায়ে কামাল সাদেক বিদ্যুৎ এর তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে ওই কিশোরের বাম হাতের কব্জি ছিড়ে তারের সাথে লেগে গেলে সেই নিচে ছিটকে পড়ে যায়। ধারনা করা হচ্ছে ঝড়-বাতাসের কারনে বিদ্যুতের তার ঝুলে যাওয়ার কারনে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান,আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর,উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
১ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৩২ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৫ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭১ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে