টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ৩৯হাজার পিস ইয়াবাসহ ৬জন চালক-হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২টি যাত্রীবাহী বাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, ১৯ জুন সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে শহরগামী যাত্রীবাহী হানিফ পরিবহন আসলে তল্লাশী শুরু করে। এসময় বাসের চালক-হেলপার ও সুপারভাইজারের আচরণ সন্দেহজনক হওয়ায় বাসটি জব্দ করে। তল্লাশীর এক পর্যায়ে গাড়ির চালক-হেলপার ও সুপারভাইজারের স্বীকারোক্তি অনুযায়ী উক্ত বাসের সি-১ সীটের বাম পার্শ্বে বাসের বডির ভিতরে অভিনব পদ্ধতি লুকায়িত ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর মাদক বহনের দায়ে চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুরের মোহাম্মদ ইউনুছের পুত্র মোঃ কুতুব উদ্দিন (২৯), হেলপার পটিয়ার গোবিন্দের খিলের মোঃ আবুল বশরের পুত্র মোঃ খোকন (২৬), সাতকানিয়ার কেওছিয়ার আবু বক্করের পুত্র মোঃ আব্দুর রহমান (২৭) এবং সুপার ভাইজার লোহাগাড়া আমিরাবাদের কিলয়ান্দের আব্দুল হাকিমের পুত্র মোঃ আব্বাস (২১) কে গ্রেফতার করে।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী পায়রা পরিবহন দমদমিয়া চেকপোস্টে আসলে তল্লাশীর এক পর্যায়ে চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তিতে বাসের সামনে চালকের ডান পাশে ড্যাস বোর্ডের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৫হাজার ইয়াবা উদ্ধার করে চালক টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র ওসমান গনি (৪৫) এবং হেলপার নতুন পল্লান পাড়ার হোসেনের পুত্র মোঃ কেফায়েত উল্লাহ (২২) কে আটক করা হয়। এসময় তাদের কাছে পাওয়া নগদ ৭হাজার টাকাসহ বাসটি জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,আটককৃতদেরকে জব্দকৃত ইয়াবা,বাস এবং নগদ টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৩২ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৫ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭১ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯১ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে