টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া কমিউনিটি সেবা কেন্দ্র হতে তথ্য সেবার সহায়তায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে গত ১৯/০৬/২০২৩ইং তারিখে খরিফ ২/২০২৩-২৪ বাস্তবায়ন মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩২জন কৃষকের মাঝে আমন ধান চাষের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার আলম, ইনফোহাব প্রকল্পের কমিউনিটি মবিলাইজার কনসালটেন্ট তন্ময় দে এবং ইনফাব উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ তথ্য সেবা কেন্দ্র উপদেষ্টা কমিটির সদস্যগণ।
কৃষি প্রণোদনার মধ্যে ছিল ১ বিঘা মাঠ ফসলের জন্য উন্নত বীজ ধান এবং রাসায়নিক সার। উক্ত বিতরণ কর্মসূচিতে কৃষি অফিসার সরওয়ার আলম জানান এটি একটি উন্নত মানের বীজ ধান, যার ফলন ভাল। এই বীজ ধান রোপনে কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী ফলন পাবেন। এবং তাদের ফসলের যে কোন রোগ-বালাই জনিত সমস্যা সমধানে তিনি সহযোগিতা করবেন।
কৃষকরা গতমাসে ঘূর্ণিঝড় মোখার তান্ডবের ফলে সর্বস্ব হারা হওয়ার পর নতুন করে আমন ধান চাষের জন্য এই প্রণোদনা চৌকিদার পাড়া তথ্য সেবা কেন্দ্রের তথ্যের মাধ্যমে পেয়ে ধন্যবাদ জানান তথ্য সেবা কেন্দ্র-কে।
তারা আরও জানান উক্ত তথ্য সেবা কেন্দ্র থেকে তারা স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা, কৃষি ও প্রানীসম্পদ বিষয়ক তথ্য সেবা, কর্মসংস্থান বিষয়ক তথ্য সেবা, সামাজিক নিরাপত্তার সকল ভাতা বিষয়ক তথ্য সেবা, আর্থিক পরামর্শ বিষয়ক তথ্য সেবা সহ অনলাইনের ও অফলাইনের সকল প্রকার সেবা পেয়ে থাকেন। তার চান এই ধরণের তথ্য সেবা সহায়তা প্রীতিটি কেন্দ্রে অব্যহত থাকুক, যাতে প্রতিটি ব্যাক্তি তথ্যের মাধ্যমে জীবিকায়ন সহজ করতে পারেন।
এখানে উল্লেখ্য যে জার্মান সরকারের আর্থিক সহায়তায় ও জিআইজেড (GIZ) এর কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার চারটি উপজেলায় ৩০টি ইনফোহাব পরিচালিত হচ্ছে। এইসব ইনফোহাব হতে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য সেবা পেয়ে থাকেন।
৫ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে