আদর্শের দিক থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করলেও জামায়াতে ইসলামী ও বিএনপির সাবেক নেতাকর্মীরা পক্ষ বদলে শ্রমিক লীগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ দিচ্ছেন। শুধু শ্রমিক লীগ নয়, মূল দল আওয়ামী লীগের বিভিন্ন পদেও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় যোগ দিচ্ছেন বলে সারাদেশ থেকে খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত-বিএনপি ও শিবিরের নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্তি আওয়ামী লীগের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। টেকনাফ উপজেলাতে জামায়াত-বিএনপির নেতাদের শ্রমিকলীগ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে বিস্তর আলোচনা-সমালোচনা হলেও বিষয়টি এখন আর কানাঘুষা কিংবা সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। সর্বশেষ টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রমিকলীগের কমিটিতে সভাপতি পদে সাবেক জামাত ও বিএনপি নেতা জাহাঙ্গীর ‘র অন্তর্ভুক্তি নিয়ে শ্রমিকলীগের ভেতরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংগঠনের ভেতরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আ.লীগ পরিবারের লোকজন বলছেন যে জাহাঙ্গীর কোনদিন নৌকার স্লোগান দেন নাই নৌকার বিরোধিতা করেছে সে এখন ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি বনে যাওয়া এটি দলের জন্য অশনি সংকেত ছাড়া কিছু নই।
সোমবার (১০জুলাই) জাতীয় শ্রমিক লীগ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাহাঙ্গীর সভাপতি ও জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে জানানো হয়, সংগঠনটির চলমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সুপারিশক্রমে নবগঠিত কমিটি অনুমোদন করা হলো। এ কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হয় জাহাঙ্গীর কে। যিনি দীর্ঘদিন জামাত বিএনপি রাজনীতির সাথে জড়িত। ২০১৮সালে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা ও নৌকার মনোনীত প্রার্থীর ওপর হামলা করে। এদিকে জাহাঙ্গীর কে ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি করায় পদ বঞ্চিত দলের নিবেদিত কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস এখন তোলপাড় চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক লীগ নেতা বলেন,যে জাহাঙ্গীর কোনদিন নৌকার স্লোগান দেন নাই সে এখন সভাপতি বনে যাওয়া কোনদিন আমরা মেনে নিতে পারবো না। এই জাহাঙ্গীর সে সময়ের ছাত্রলীগ নেতা ফরিদুল আলম জুয়েল যখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তখন ৩নং ওয়ার্ড উনছিপ্রাং সরকারি প্রা.বিদ্যালয় কেন্দ্র জুয়েলের ওপর হামলা ও তার জাহাঙ্গীর ও তার ভাই আব্দুল মালেক। তারা এখন আওয়ামী লীগ বনে যাওয়া মানে অশনিসংকেত।
এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক সোহেল উদ্দিন রানা বলেন, হোয়াইক্যং ৩নং ওয়ার্ডে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেটি আমাদের জানা নেই। কে বা কারা এই কমিটি দিল। আমি উপজেলা কমিটি থেকে কল দিচ্ছি। তবে জাহাঙ্গীর কে যদি কমিটির সভাপতি করা হয় সে কমিটি বিলুপ্তি ঘোষণা করা হবে। শ্রমিকলীগে কোন হাইব্রিড নেতার স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
৫ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে