কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ টেকনাফের সাবরাং এলাকার দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১২জুলাই বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর ব্যাটেলিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কলাতলী বিচ এলাকায় সায়মন হোটেল সংলগ্ন মা-বাবার দোয়া ষ্টোরের এর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে টেকনাফ উপজেলার সাবরাং বাহারছড়ার মৃত আলী আহমদের পুত্র মোক্তার আহমেদ (৩৫) এবং ডেগিল্লার বিলের মৃত খুইল্যা মিয়ার পুত্র শামসুল আলম (৪০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে মোট ৬হাজার ৩শত পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ১০হাজার টাকা এবং ২টি বাটন মোবাইল ফোন এবং ৩টি সীম উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আলামতসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
৫ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে