কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে লবণবাহী ট্রাকে চুম্বক ফিটিং করে ইয়াবা পাচারের সময় টেকনাফের দুই পাচারকারীসহ চারজনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১২জুলাই ভোর রাত ৪টারদিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার এসআই (নিঃ) মোঃ আবদুল মতিন, এএসআই নজরুল ও মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১০নং বাতিসা ইউপির গোলমানিক দীঘির পশ্চিম পাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তা হতে লবণ বোঝাই গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় চালক-হেলপারদের আচরণ সন্দেহজনক হওয়ায় বান্দরবানের লামা থানার ফাসিয়াখালী ইউপির গুলবানুর ঝিরি এলাকার মোঃ রমজান আলীর পুত্র শাহ আনোয়ার ও মোঃ সোহেল (২২) এবং টেকনাফ সদর ইউপির হাতিয়ার ঘোনার মৃত কবির আহমদের পুত্র নুরুল আলম (২৮) ও নুরুল ফারুক (২৪) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে লবণ বোঝাই গাড়ির সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি চুম্বক টুকরোর সাহায্যে ফিটিং অবস্থায় ১২টি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। পরে গণনা করে ২১হাজার ৪শ ৭০পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আটককৃতদের হেফাজতে থাকা ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার্স ইনচার্জ শুভ রঞ্জন চাকমা সাংবাদিকদের জানান, এসআই (নিরস্ত্র) মোঃ আবদুল মতিন বাদী হয়ে উক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলার এজাহার দায়ের করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।
৫ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে